RSS

Category Archives: বিজয়নগর

বিজয়নগরে সরকারি খাল দখলের মহোৎসব

bij 23-1-14

বিজয়নগরে চলছে সরকারি খাল দখলের মহোৎসব। এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি উপজেলা সদরের মির্জাপুর ভূমিঅফিসের সামনের সরকারী খালটি ভরাট করে ফেলছে। ইতিমধ্যেই কয়েকজন দখলদার খালের অংশ বিশেষ ভরাট করে সেখানে বাড়ি-ঘর ও দোকান পাট নির্মাণ করেছেন। এলাকার সাধারন লোকজন দখলবাজদের ভয়ে কিছু বলতে পারছেনা।
এলাকাবাসী জানান, খালটি ভরাট করার ফলে পানি নিস্কাশন ব্যবস্থা বাঁধাগ্রস্ত হবে। এতে করে পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে। অভিযোগকারীরা বলেন সাব রেজিষ্ট্রার মোঃ শাহআলমকে ম্যানেজ করে এলাকার তাহের মিয়া, ইদন মিয়া, আক্তার মিয়া, রওশন মিয়াসহ একাধিক প্রভাবশালী ব্যক্তি খালে মাটি ফেলে ভরাট করছে। ইতিমধ্যেই দখলবাজদের অনেকে খাল ভরাট করে বাড়ি ঘর দোকান নির্মান করেছেন।
এ ব্যাপারে খাল ভরাটকারী রওশন মিয়া বলেন, সাব রেজিস্ট্রার মোঃ শাহ আলমের অনুমতি নিয়েই আমি খাল ভরাট করেছি।
এ ব্যাপারে সাব-রেজিষ্টার মোঃ শাহআলমের সাথে কথা বলার জন্য তার মোবাইল ফোনে (০১৭৩৭-৮৫৬৪৫৯) কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আকতার হোসেন বলেন, সরকারি খালটি ভরাটের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা বাঁধাগ্রস্ত হবে। এতে করে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তিনি অবিলম্বে খালটি দখলমুক্ত করার দাবি জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভূইয়া খাল ভরাটের কথা স্বীকার করে বলেন, খাল ভরাটকালে গত সোমবার একটি ট্রাক আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা আদায় করেছি। ইতিমধ্যে যারা খাল দখল করে ঘর-বাড়ি ও দোকান  নির্মান করেছেন তাদেরকে উচ্ছেদ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি খাল দখল মুক্ত করতে এলাকাবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান।

 

খুশির খবর খুশির খবর !!! আমাদের তিতাস বাসিদের জন্য বড়ই খুশির খবর

65046_438122506253063_1940168916_n

আপনারা জেনে খুশি হবেন যে আমাদেরি কিছু তরুণ তাজা  ছেলে-মেয়ে নেট এ আড্ডা দেয়ার জন্য একটি বিশেষ ব্যাবস্তা করেছে আর সেটি হল ভয়েছ চ্যাট রুম ,হ্যা এখানে আপনি মন খুলে কথা বলতে পারবেন ,পারবেন নিজের মায়ের ভাষায় কথা বলতে পারবেন, একবার গুরে দেখে আসুন আমি নিশ্চিত যে আপনাদের কাছে ভাল লাগবেই ,তাহলে আর দেরি কেন এখনি লগ ইন করুন http://titaseradda.com/chat/ আমাদের সাথে যারা যারা আছেন তারা হলেন আমাদের গানের রাজা প্রিয় সোহেল, আছেন আমাদের মজার মানুষ মুশারফ ,লিঙ্কন,রিয়াদ মাসুম,হিরা ভাই সহ আর মজার মজার মানুষ , আছেন একটি রেডিওর আর যে তাসান 

TitAseRaDda
Currently there are 31 users in the chatroom.
Online Users: saqibkhan60 , Linkkon* , masum* , RIYADH* , TITASERADDA ,BoRo_Bhai sajal_moon* , bow_cay , elomelo_jibon , probashir_gan , josh , 0chena_photik , nir_hara_pakhi , jalal , heart_hackers , sompa , dr34ms-h0us3 , noasorok , sonda , welcome , aspire , intel , agree , no-1 , aminai , cute_girl , evil_angel , –RiYaDh– , misto , BDXTOR , mosharaf , humayon

 

কম্বল পেয়ে হাসিনাকে দোয়া করলেন ৮০ বছরের বৃদ্ধা সোনাই বিবি

 

২৫ জানুয়ারী বুধবার। বিকেল ৩টা। প্রচন্ড শীত। লাঠি ভর করে ৮ কিলোমিটার পথ পায়ে হেঁটে উপজেলার শাহবাজপুর থেকে চলে এসেছেন সরাইল সদরে। ৮০ বছরের এ বৃদ্ধা সোনাই বিবি সোজা চলে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে। হাত তুলে ছালাম দিয়ে একটি কম্বল চাইলেন। ইউ এন ও দ্রুত ওই বৃদ্ধার জন্য একটি কম্বলের ব্যবস’া করলেন। লাল টুকটকে কম্বলটি পেয়ে খুশিতে কেঁদে ফেললেন বৃদ্ধা সোনাই। কম্বলটি গায়ে দিলেন। দ’হাত তুলে খোদার কাছে দোয়া করতে শুরু করলেন। বললেন, আল্লাহ খুব আরাম পাইতাছি। কম্বল দিছে বঙ্গবদ্ধু মুজিবের কন্যা হাসিনা। তুমি হাসিনারে ভাল রাইখ। বিপদ-আপদ থেইক্কা বাঁচাইও। হাসিনাই দেশের যোগ্য প্রধানমন্ত্রী। বৃদ্ধা সোনাই বিবির বাড়ি উপজেলার শাহবাজপুর গ্রামে।

 

সড়ক দূর্ঘটনায় ছাত্র নিহতের প্রতিবাদে আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

হবিগঞ্জের শায়েস-াগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ফিরোজ মিয়া মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ইব্রাহিম-(১৭) নিহত হওয়ার প্রতিবাদে গতকাল সকাল ১০টায় আশুগঞ্জ গোল চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে নিহতের স্বজন ও আশুগঞ্জ ফিরোজ মিয়া মহাবিদ্যালয়ের ছাত্ররা। ১ ঘন্টা অবরোধকালে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গত বুধবার রাতে ইব্রাহিম সড়ক দুর্ঘটনায় নিহত হয়। সে আশুগঞ্জের চর-চারতলা গ্রামের ইসমাইল মিয়ার একমাত্র পুত্র।পরে উপজেলা চেয়ারম্যান ও স’ানীয় প্রশাসনের সুষ্ঠ বিচারের আশ্বাসে সকাল ১১ টায় অবরোধ প্রত্যাহার করা হয়।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, বুধবার রাতে ইব্রাহিম সিলেট থেকে মাইক্রোবাসযোগে আশুগঞ্জ আসার পথে হবিগঞ্জ জেলার শায়েস-াগঞ্জ এলাকার পৌছলে ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-জ-১৪-০১০৮) পিছন থেকে মাইক্রোবাস টিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মাইক্রোবাস যাত্রী ইব্রাহিম আহত হন।
খবর পেয়ে ভোর ৪টায় আশুগঞ্জ থানা পুলিশ আশুগঞ্জ সেতুর টোল প্লাজার সামনে থেকে চালক আজাদুর রহমান আজাদ-(৩০) সহ ঘাতক বাসটি আটক করে।
সকালে তার মৃত্যুর খবর সহপাঠী ও গ্রামের লোকজনের নিকট ছড়িয়ে পড়লে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্তরে সড়ক অবরোধ করে।ঘটনার খবর পেয়ে আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী মোঃ আনিসুর রহমান ঘটনাস’লে পৌছে উত্তেজিত ছাত্র জনতাকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে সকাল ১১ টায় অবরোধ প্রত্যাহার করা হয়।